বরিশালের রূপাতলী টোল প্লাজায় র্যাব-৮ এবং মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে র্-৮ এবং মৎস্য অধিদপ্তরের একটি যৌথ দল আজ রাত ২:০০ টায় বরিশালের রূপাতলী টোল প্লাজায় প্রায় ৪৭০ কেজি অবৈধ জাটকা মাছ (আনুমানিক মুল্য ১,১৭,৫০০ টাকা) জব্দ করেছে। এসময় অবৈধ জাটকা পাচার কালে সাইফুল প্যাদা (৩২) নামক একজন পাচারকারী গ্রেফতার হয়।
জব্দকৃত জাটকা, মৎস্য অধিদপ্তরের প্রচলিত নিয়ম অনুসারে নিষ্পত্তি করা হয়। অবৈধ ব্যবসায় জড়িতদের সনাক্ত এবং গ্রেপ্তার করার জন্য কর্তৃপক্ষ তাদের তদন্ত কার্জক্রম চালিয়ে যাচ্ছে।