বরিশাল সদর উপজেলার চরকাউয়ায় খাল থেকে গৃহবধূ হাসিনা বেগমের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালের দিকে খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা মেট্টপলিটন বন্দর থানায় সংবাদ দিলে ঘটনা স্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত হয়েছে। মৃত হাসিনা বেগম স্থানীয় উমর আলীর স্ত্রী।
হত্যা নাকি আত্নহত্যা তার শনাক্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহটি প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।