বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ সাইফুল আলম এর নেতৃত্বে এসআই মোঃ রাহাতুল ইসলাম, এএসআই রতন কুমার সিকদার, এএসআই শাহাদাত হোসেন, কনস্টেবল ১১৬৬ পিন্টু কুমার রায়, কনস্টেবল ৭৯৬ মোঃ আনোয়ার হোসেন, কনস্টেবল ১৮২৮ ইউনুছ মিয়া, কনস্টেবল ৬৯৯ মোঃ কাওছার হোসেন গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৬ জানুয়ারী ২০২৫ খ্রি. দুপুর ১২.১০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ২৩ নং ওয়ার্ডস্থ সাগরদী নবগ্রাম রোড খানবাড়ীর মোঃ রাসেল খান তুহিন এর টিনসেড বসত ঘরে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১। মোঃ রাসেল খান তুহিন (৪০), পিতা-মোঃ খালেক খান, মাতা-মৃত হেনারা বেগম, সাং-সাগরদি নবগ্রাম রোড, খান বাড়ী, ২৩নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, বিএমপি,বরিশালে’র হেফাজত হতে ৬০ এ্যাম্পুল নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার পূর্বক তাকে আটক করেন।