বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫৬তম বর্ষপূর্তি উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে সম্মাননা প্রদান, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী হয়েছে।
বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এই আয়োজন করা হয়।
শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সভা-স্মৃতিচারণ শেষ একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. এ কে এম আক্তার মোর্শেদ, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. নাজমুল হোসেন, অধ্যাপক ডা. কহিনুর বেগম, অধ্যাপক ডা. রফিক আল কবির লাবু, অধ্যাপক ডা. আজিজ রহিম, ডা.
সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ প্রমুখ।
এছাড়াও দিনভর প্রীতি ফুটবল খেলা ও পিঠা উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।