বরিশাল কীর্তণখোলা নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে বরিশাল নৌ থানা পুলিশ।
সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে নৌ থানার এসআই গালিব ওই নারীর মরদেহ উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
মরদেহটি সনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয় নৌ পুলিশ জানান, রাতে বরিশাল থেকে ঢাকা গামি এমভি সুন্দরবন ১৬ লঞ্চ থেকে মেঘনা নদী ঝাপ দেয় এক নারী। এই সংবাদে রাতেই নদীতে অনেক খোঁজ করলেও কাউকে পাওয়া যায়নী।
সকালে চরমোনাই সংলগ্ন কীর্তনখোলা নদীতে এক নারীর মরদেহ ভাসমান দেখতে পায় স্থানীয়রা।
পরে পুলিশে সংবাদ দিলে তাকে উদ্ধারের পর জনাযায়, নিহতর নাম আলো রানী। তিনি পটুয়াখালী পিবিআইর ইন্সপেক্টর অনুপ রায়ের স্ত্রী।