গাজীপুরের কালিয়াকৈরে বাজার অভিযানকালে ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করার ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত আসামি রয়েছে আরও অনেকেই।
বুধবার (৬নভেম্বর) সকালে ভূমি অফিস বেঞ্চ সহকারী (নাজির) আতিকুল ইসলাম বাদী হয়ে থানায় এ মামলা করেন।
জানা গেছে, আরিফ, রাজু আহমেদ, সজীব হোসেন, আনোয়ার হোসেন, হানিফ আলী, সোহেল মিয়া নাম উল্লেখ করে বুধবার সকালে উপজেলা ভূমি অফিস বেঞ্চ সহকারী (নাজির) আতিকুল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।এসময় অজ্ঞাত আরো অনেকেই রয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুরে পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ উপজেলার সফিপুর কাঁচাবাজার মনিটরিং কালে আরিফুল মিয়া ও রাজু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন ওই ম্যাজিস্ট্রেট।
এসময় বাজারে আসে-পাশে অসাধু ব্যবসায়ীরা একত্রিত হয়ে অভিযানে বাঁধা প্রদান করেন। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন ওই ম্যাজিস্ট্রেট দিল আফরোজ। পরে ব্যবসায়ীরা ওই অভিযান কারী কর্মকর্তাদের আধা ঘন্টা অবরোধ করে রাখেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহাম্মেদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভূমি অফিস কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্য অভিযানে উপস্থিত ছিলেন।
মামলার বাদী ভূমি অফিস বেঞ্চ সহকারী(নাজির )আতিকুল ইসলাম জানান, গতকাল সফিপুর বাজার অভিযান কালে ব্যবসায়ীরা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আমাদের উপর হামলা চালায়। তাই বুধবার সকালে নিজে বাদী হয়ে থানায় মামলা করেছি। কর্তৃপক্ষের নিষেধ থাকায় আসামিদের নাম দেওয়া যাবে না।
কালিয়াকৈর থানার পুলিশের অপারেশন (ওসি) জোবায়ের আহমেদ মামলা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।