বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র জাতীয় বিপ্লব সংহতি দিবসের ব্যানার টানাতে বাঁধা দেয়ায় প্রকাশ্যে কোন্দলে জড়িয়েছে বরিশাল মহানগরের ৩০ নং ওয়ার্ডের ছাত্রদল ও যুবদল।এর জেরে ওয়ার্ড ছাত্রদল কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠেছে ৩০ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রমজানের বিরুদ্ধে।
বুধবার ৬ অক্টোবর গভীর রাতে বরিশাল নগরের গড়িয়ারপাড়ের কলাডেমা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শবর্তি ৩০ নং ওয়ার্ড ছাত্রদলের কার্যালয় ভাংচুর হয়েছে।
৩০ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মজনু বলেন, গভীররাতে আমাদের ছাত্রদলের কার্যালয় ভাংচুর করা হয়েছে। আমরা লিখিত অভিযোগ দায়ের করতে বিমানবন্দর থানায় গিয়েছিলাম, ওসি সাহেব বলেছেন বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখছেন।ফের সন্ধায় থানায় যেতে বলেছেন।সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এই ছাত্রনেতা।
কার্যালয় ভাংচুরের বিষয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ও স্থানীয় বাসিন্দা মোঃওবায়দুল ইসলাম উজ্জ্বল বলেন, মঙ্গলবার বিকেলে গড়িয়ার পাড় গোল চত্তরে ৩০ ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সদর উপজেলার সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র ব্যানার টানিয়ে ছিলাম।
সেই ব্যানার ৩০ নং ওয়ার্ডের বিতর্কিত যুবদলের আহ্বায়ক মোঃ রমজান হাওলাদার নিজে দাড়িয়ে থেকে তার লোক দিয়ে খুলে ফেলে। এনিয়ে তার সাথে উজ্জল সহ-অন্যান্ন নেতৃবৃন্দের সাথে বাক বিতন্ডা হয়েছিল।পরে চাপে পড়ে রমজান ব্যানার লাগিয়ে দেয়।
কিন্তুু আজ বুধবার দিবাগত রাতে ছাত্রদলের কার্যালয় ভাংচুর হয়।এসময় বিএনপির নির্বাহী কমিটি ও সদর উপজেলা বিএনপির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র ব্যানার, ফেস্টুন ভাংচুর হয়। এঘটনার সাথে ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রমজান হাওলাদারের সম্পৃক্ততা থাকতে পারে বলে তিনি দাবি করেন।
ছাত্রদলের কার্যালয় ভাংচুরের ঘটনায় নিন্দা
ও তদন্ত সাপেক্ষে দোষিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ৩০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সজীব বেগ নিশাত।
বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির শিকদার বলেন, ছাত্রদলের কার্যালয় ভাংচুরের ঘটনা শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি।তবে ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে কথা বলে জানতে পেরেছি স্থানীয় যুবদলের নেতৃবৃন্দের সাথে ব্যানার লাগানো কেন্দ্র করে বাকবিতন্ডা হয়েছিল। প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে অভ্যন্তরীন দলীয় কোন্দলের জরে এঘটনা ঘটতে পারে।
অভিযোগের বিষয়ে ৩০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রমজান হাওলাদার বলেন,কে বা কারা ছাত্রদলের কার্যালয় ভাংচুর করেছে
তা না আমি জানিনা।আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা উদ্দেশ্যমূলক ও মিথ্যা।