ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের দাবীর চাপের মুখে পদত্যাগ করেছেন বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা এইচ এম সাইফুল ইসলাম।
রোববার সকাল ১০ টায় হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে ১দফা দাবীতে কর্মবিরতি করে বিক্ষোভ করছে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। এর ভিত্তিতে বেলা সাড়ে ১১ টায় পদত্যাগ করেন হাসপাতালের পরিচালক।
সম্প্রতি এক নারী চিকিৎসকের উপর হামলারা ঘটনা ঘটেছে। সে ব্যাপারে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেননি হাসপাতালের পরিচালক । এজন্য তার পদত্যাগ দাবী করেছেন তারা। পরিচালকের পদত্যাগে খুশি তারা।
এদিকে পরিচালক পদত্যাগ করার আগে হাসপাতালের পরিচালকের কক্ষে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচালক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সভা হয়েছে।
পরিচালক জানান, আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন তিনি। বাকিটা মন্ত্রনায়ল সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি।