“রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ” এই স্লোগান নিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, তথ্য একটি শক্তি।
তথ্য অধিকারে সাধারণ জনগণকে মূলধারায় সম্পৃক্ত করতে হবে, যাতে করে সকল শ্রেনির মানুষ সরকারি ও বেসরকারি সংস্থার তথ্য সম্পর্কে জেনে কার্যকরী পদক্ষেপ নিতে পারে। তথ্য প্রবাহের মধ্যদিয়ে দেশের উন্নয়ন সম্ভব বলেও জানান তিনি। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে মানসিকতা পরিবর্তনের পাশাপাশি জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে।
আর জবাবদিহিতা বাড়লে অপরাধ প্রবণতা বা দুর্নীতি কমতে শুরু করবে। দেশের উন্নয়নের স্বার্থে মানুষকে চিন্তা-চেতনা ও কথা বলার অধিকার দিতে হবে। তাই বাংলাদেশের সংবিধানে তথ্য অধিকার আইনের কথা বলা হয়েছে বলেও জানান তিনি। আলোচনা সভায় জেলা প্রশাসক তথ্য অধিকার আইনের বাস্তবায়নে সবাইকে নিজ নিজ স্থান থেকে কাজ করার আহবানও জানান।
আলোচনা সভায় এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক রিয়াদুল ইসলাম, সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের সভাপতি অধ্যাপক গাজি জাহিদ হোসেনসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অপরদিকে “কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দেব তথ্য অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শনিবার সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ গাজি জাহিদ হোসেনের সভাপতিত্বে এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি টুনুু রানি কর্মকার, সহ-সভাপতি সাইফুর রহমান মিরন ও কাজী সেলিনা বেগম, বরিশাল ইয়েস গ্রুপ দলনেতা সনাক-টিআইবি মেহেদি হাসান, বরিশাল ভূমি বিষয়ক এসিজি সাবিনা ইয়াসমিন, সদস্য শুভংকর চক্রবর্তী, জীবন কৃষ্ণ দেসহ প্রমুখ।