মৌলভীবাজারের পর্যটননগরী শ্রীমঙ্গলে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বার্ডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড
কলেজ ও গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করেন।
পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শ্রীমঙ্গলে চৌমুহনা চত্তরে আসেন সেখানে প্রতিবাদ সমাবেশ শেষে পৌরসভা সামনে গিয়ে ময়লার ভাগাড় অপসারণের জন্য পৌর প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
শ্রীমঙ্গল পৌরসভা সূত্রে জানা যায়, ময়লার ভাগাড়টি স্থানান্তরের জন্য গত ২০১৭ সালে উপজেলার সদর ইউনিয়নের জেটি রোড এলাকায় ১ কোটি ৮৪ লাখ টাকা দিয়ে নতুন ভাগাড়ের জন্য ২.৪৩ একর জমি ক্রয় করা হয়েছিল।
সে সময় জমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় ওই এলাকার ফয়েজ উদ্দিন নামে এক ব্যক্তি আদালতে মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে আদালত ২০২৩ সালের ১৩ মে পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।