মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। বিভিন্ন উপজেলা থেকে নেমেছে নদ-নদীর পানি। মনু ও ধলাইসহ সবকটি নদ-নদীর পানি বইছে বিপদসীমার অনেক নিচ দিয়ে। তবে হাওর পরিবেষ্টিত নিম্নাঞ্চলের পানি কমছে একটু ধীর গতিতে। ফলে সেখানে পানি বন্দি আছেন এখনও অনেক মানুষ।
অপরদিকে বন্যার পানি উঁচু এলাকা থেকে নেমে যাওয়ার অনেকেই বাড়ি ফিরছেন। তবে বাড়ি ঘর থেকে বন্যার পানি নেমে গেলেও এখনও দূর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে চলতি রোপা আমন ধানও পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা।
এদিকে সরকারি ভাবে ত্রাণ বিতরনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যেগে ত্রাণ বিতরন ব্যাহত রয়েছে।