বাংলাদেশ স্থলবন্দর ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আওয়ামী লীগের প্রতিজ্ঞা ও অঙ্গীকার। আমরাই দেশকে সেই মর্যাদার জায়গায় নিয়ে যাব। কিন্তু দেশে যে দুর্নীতি হচ্ছে তা নিয়েও ষড়যন্ত্র রয়েছে।
ভোমরা স্থল বন্দরে ই পোর্ট সিস্টেম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃতা করেন সাতক্ষীরা ৩ আসনের সাংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত নারী আসনের সাংসদ সদস্য লায়লা পারভিন সেঁজুতি, সুইসকন্টাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান, সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী সহ স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
আজ সকালে ভোমরা স্থলবন্দরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ই পোর্ট সিস্টেম উদ্ভোদন শেষে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি আরও বলেন, দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু এই এগিয়ে যাওয়াটা প্রশ্নবিদ্ধ করতে দুর্নীতি হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, কেউ কেউ এই ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছে।
মন্ত্রী ব্যবসায়ী নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, ভোমরায় স্থলবন্দরের উন্নয়নে প্রায় ১২০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। অচিরেই এই বন্দরের চিত্র পাল্টে যাবে।