আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। আজ (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের এ তালিকা ঘোষণা করেছেন।
এর মাধ্যমে জাতীয় সংসদীয় আসন ১৬৯, মানিকগঞ্জ-২ থেকে টানা তৃতীয়বারের মতো নৌকার মাঝি হিসেবে আবারও টিকিট পেলেন মমতাজ।
এর আগে ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের মধ্য দিয়ে সংসদে যাওয়ার সুযোগ পান মমতাজ বেগম। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণে জয়লাভ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।