প্রতি বছরের ধারাবাহিকতা এবারো বরিশালে অনুষ্ঠিত হলো ১৫ তম মৃৎশিল্পী সম্মেলন, সম্মাননা ও মেলা ২০২৩।
আজ ২১ অক্টোবর শনিবার সকাল ১০ টায় অশ্বিনী কুমার হলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ, ডিন চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত, সভাপতি চারুকলা বরিশাল দীপঙ্কর চক্রবর্তী, ম্যানেজিং ডাইরেক্টর অমৃত গ্রুপ ভানু লাল দে, প্রধান উপদেষ্টা শিল্পী নিসার হোসেন, সংগঠনের আহবায়ক সুশান্ত ঘোষ, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় সাজ্জাদ পারভেজ।
শুরুতে জেলা প্রশাসক প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে মৃৎশিল্পীদের মাঝে সম্মাননা প্রদান করেন। পরিশেষে জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।