দক্ষিনপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্মচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিনত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
এদিকে ঘূণিঝড়ের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। স্বাভাবিক অবস্থায় আছে উপকূূলের আবহাওয়া। আকাশ রৌদ্রজ্জ্বল রয়েছে।
তবে ঘুর্নিঝড় মোখা মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুুতি গ্রহন করা হয়েছে। সদর উপজেলায়-১০২ টি, মির্জাগন্জ-৪৩ টি, দুমকি-২৭ টি, বাউফল- ১৪০ টি, দশমিনা-৬৩ টি,গলাচিপা-১২৮ টি, কলাপাড়া-১৫৬ টি ও রাঙ্গাবালী-৫৪ টি- সর্বমোট -৭০৩ টি আশ্রয় কেন্দ্র ও কলাপাড়া ১৯, দশমিনা-৪, রাঙ্গাবালী-৩ টি- মোট -৪০ টি মুজিব কেল্লা ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড় আঘাত হানার আগে দূর্গম এলাকা বিশেষ করে চরাঞ্চল থেকে সাধারণ মানুষ কে আশ্রয় কেন্দ্র কিংবা নিরাপদ পৌঁছে দিতে এবং নিরাপদ স্থানে সরিয়ে নিতে পায়রা বন্দরের নৌযান গুলো প্রস্তুত রেখেছেন পায়রা বন্দর কর্তৃপক্ষ।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সকল কার্যক্রম গ্রহন করা হচ্ছে । সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
এ জাতীয় আরো খবর..