শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন বরিশালে নির্বাচন ট্রাইব্যুনালে মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই মামলা দায়ের ঝালকাঠিতে ৮ পরীক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র সচিব ও হল সুপারসহ ৯ শিক্ষককে অব্যাহতি আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষন; থানায় মামলা দায়ের উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে – পরিবেশ উপদেষ্টা চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা হাবিপ্রবি’র ২ শিক্ষার্থী হত্যার দশ বছর আজ যেখানে নামাজের কাতারে থাকেন শুধুমাত্র শিক্ষার্থীরাই, পড়া হয় জুম্মার নামাজও রূপাতলী এনায়েতুর রহমান কমপ্লেক্সে  দুই পক্ষের দ্বন্দ্ব অবসান

ভালো কাজ আর সুস্থ ধারার বিনোদন দিয়েই মানুষের মনে বেঁচে থাকতে চান পাবনার গর্ব রাসেদ শিকদার 

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২৬৩ বার
বাংলাদেশের নানা প্রান্তে স্যুট-বুট সঙ্গে, পুতুল হাতে দেখা যাচ্ছে মিস্টার বিনের মতো এক চরিত্রের। নাম তার রাসেদ শিকদার। তিনি মূলত একজন জাদুশিল্পী।
রাশেদ শিকদারের জন্ম ১৯৯৮ সালের ৫ অক্টোবর পাবনা জেলার বেড়া উপজেলার খানপুরা গ্রামে। বাবা মো. আব্দুল মান্নান শিকদার ও মা মোছা. আসমা বেগম। তিনি ২০০৮ সালে পাইকান্দী খানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, ২০১৪ সালে পাবনার আমিনপুর কাজিরহাট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ২০১৮ সালে নাটোরের দিঘাপতিয়া এম কে কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। বর্তমান তিনি পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের বিএসএস শেষ  বর্ষের শিক্ষার্থী।
তার জাদুর হাতেখড়ি হয় ২০১০ সালে জাদুশিল্পী প্রিন্স আকাশের হাত ধরে। তারপর তিনি অনেকের কাছ থেকেই জাদু শিখেছেন। এরপর তিনি ২০১৭ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাদু বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘চোখের পলকে’ নিয়মিতভাবে জাদু দেখান। এছাড়াও দেশের বেশ কয়েকটি স্যাটেলাইট টিভি চ্যানেল জাদু এবং অভিনয় নিয়ে উপস্থিত হন। বর্তমানে তিনি জাদুশিল্পীদের আন্তর্জাতিক সর্ববৃহৎ সংগঠন “ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অফ ম্যাজিশিয়ান্স-ইউএসএ”-এর সদস্য।
রাশেদ শিকদারের সাথে কথা বলে জানা যায় মিস্টার বিন হয়ে ওঠার গল্প। চেহারায় মিল থাকায় অপর এক জাদুশিল্পী তাকে মিস্টার বিনের চরিত্র অনুকরণের পরামর্শ দেন। সেই থেকে রাশেদ হয়ে ওঠেন বাংলার মিস্টার বিন। ইতোমধ্যে ইউটিউবে সহ সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে বাংলার মিস্টার বিনের বিভিন্ন ভিডিও। মানুষের ব্যাপক সাড়াও পাচ্ছেন তিনি। পথে ঘাটে যে কেউ তাকে দেখলেই ছুটে আসেন সেলফি তুলতে। পাশাপাশি টিভি নাটকে অভিনয় করছেন পাবনার এই কৃতি সন্তান।
রাশেদ শিকদার আনন্দবার্তা-২৪ কে জানান, বাংলাদেশে এম রহমান নামে একজন ম্যাজিশিয়ান আছেন। তিনি আমাকে একদিন বললেন ”রাশেদ! তুমি তো জাদুশিল্পী। কিন্তু তোমার চেহারার সাথে মি. বিনের চেহারার মিল আছে। তুমি যদি চেষ্টা করো, তাহলে বাংলার মি. বিন হতে পারবে।” এরপর আমি ভাবলাম এটাকে কাজে লাগানো যায়। তবে এটাকে অনুকরণ বলবো না। তার প্রতি শ্রদ্ধা রেখেই আমি তাকে অনুসরণ করছি।’
পাবনার বিশিষ্ট আলোকচিত্রী হাসান মাহমুদ ডি বলেন, রাসেদ শিকদার আমাদের পাবনার গর্ব। তার সাফল্য মানেই আমাদের সাফল্য। তার কাজে উৎসাহ প্রদান করে তাকে এগিয়ে নেওয়ার দায়িত্বও আনেকটা আমাদেরই। হ
রাশেদ চান সাধারণভাবে জীবনযাপন করতে। এ ছাড়াও সমাজের নানাবিধ কল্যাণকর কাজ করে যেতে চান তিনি। তিনি “নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ” এবং “অঙ্কুর সমাজ সেবা সংঘ, পাবনা”-এর একজন গর্বিত সদস্য। তার ইচ্ছা সামাজিক মাধ্যমে সুস্থ ধারার বিনোদন দিয়ে সফল হওয়া। ভালো নির্মাতার অধীনে কমেডি চরিত্রে সুযোগ পেলে অভিনয়ের ইচ্ছা আছে বাংলার মিস্টার বিন রাশেদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com