বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরের ভারতীয় পতাকা বাহি ফিশিং ট্রলার এবং ৩১ জন জেলে আটক দশমাইল-কলেজ মোর রুটে গাড়ির সর্বনিম্ন গতি চায় হাবিপ্রবির শিক্ষার্থীরা বরিশালে ভুয়া সাংবাদিক আটক বরিশালে কোটি টাকার কারেন্ট জাল জব্দ সদ্য সমাপ্ত দুর্গাপূজা সংক্রান্তে মতবিনিময় করলেন পুলিশ কমিশনারের ছাত্র আন্দোলনে ময়মনসিংহের শহীদ শাহরিয়ার পেল জিপিএ-৪.৮৩ শ্রীমঙ্গলে সংরক্ষিত বন থেকে অজ্ঞাতার নারী’ চা বাগান থেকে রক্তাক্ত পুরুষের লাশ উদ্ধার পৃথিবীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশে টোপ-চার নকল করতে ভয়ংকর যশোরের মিঠু বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের কর্মসূচি পালন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৯ বার

ন্যায্যতা ও যোগত্যার ভিত্তিত্বে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে পটুয়াখালীর মির্জাগঞ্জের সহকারী শিক্ষকরা মানববন্ধন কর্মসূচী পালন করেন।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রাথমিক সহকারি শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানারে ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে প্রধানমন্ত্রীর সদয় অনুগ্রহ কামনা করেছেন প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দ।

এসময়ে এখানে ১০ম গ্রেড বাস্তবায়ন কিমিটির সদস্য দক্ষিন ঝাটিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গাজী মশিউর রহমান,উত্তর রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কমল চন্দ্র হাওলাদার ও মির্জানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মেহেদী হাসান রিয়াজসহ অর্ধশত সকহারী শিক্ষক উপস্থিত ছিলেন।

সূত্রে জানা যায়, বর্তমানে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে মূলবেতন ১১ হাজার টাকার সাথে বাসাভাড়া ৪ হাজার ৯৫০, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ ও টিফিন ভাতা ২০০ টাকা মিলে মোট ১৭ হাজার ৬৫০ টাকা বেতনে প্রাথমিক সহকারী শিক্ষকগণ পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করে আসছেন।

এ অবস্থায় তারা যোগ্যতার ভিত্তিতে ১০ম গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন।

এ ব্যাপারে ১০ম গ্রেড বাস্তাবায়ন কমিটির সমন্বয়ক ও ঘটকের আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামন মিলন বলেন, বর্তমানে বাজারমূল্য অস্বাভাবিক বৃদ্ধির ফলে ঋণের ভাড় বাড়ছে।

আমরা ১৩তম গ্রেডে চাকরি করছি তাই আমরা ১০ম গ্রেড বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর সদর অনৃগ্রহ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com