গত ৩০ জানুয়ারি ঝালকাঠির নলছিটি উপজেলার ৪নং রানাপাশা ইউনিয়ন ছাত্রদলের ১১ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।
নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম রনি এবং সাদস্য সচিব মোহাম্মদ সুজন খান স্বাক্ষরিত নতুন এ কমিটি গত ৩০ জানুয়ারি অনুমোদন করেছেন।
ঐ দিন বিকেলেই ১১ সদস্যের কমিটি থেকে সাধারণ সম্পাদকসহ সাত জনই পদত্যগ করেছেন। তাদের পদত্যগ পত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়।
ঐ কপিতে দেখাযায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝালকাঠি জেলা শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে লিখিত পদত্যাগ পত্রটি দেয়া হয়। নব ঘোষিত কমিটি থেকে যারা পদত্যাগ করেছেন তারা হলেন, মোহাম্মদ তানভীর আহম্মেদ তুহিন (সিনিয়র সহসভাপতি), মোহাম্মদ হাসান খান (সহসভাপতি), মোহাম্মদ সাকিবুল ইসলাম (সহসাভাপতি), মোহাম্মদ হাচিব বিল্লাহ (সাধারন সম্পাদক), মোহাম্মদ বাইজিদ হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক), মোহাম্মদ রিয়াজ হোসেন (সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ মিরাজ সিকদার (সহসাংগঠনিক সম্পাদক)।
নব ঘোষিত ইউনিয়ন কমিটি থেকে যে ৪ জন পদত্যাগ করেননি তারা হলেন, আমিনুল ইসলাম ফয়সাল (সভাপতি), জসিম ফকির (সহসভাপতি), সজিব হাওলাদার ও শাকিল হাওলাদার (যুগ্ম সম্পাদক)।
নব ঘোষিত কমিটিতে উপজেলা নেতৃবৃন্দ স্বজনপ্রীতি করেছেন বলে দাবী পদত্যাগকারীদের। কমিটির সিনিয়র সহসভাপতির পদপ্রাপ্ত তানভীর আহম্মেদ তুহিন বলেন, ‘আমরা সঠিক মুল্যায়ন পাইনি তাই পদত্যাগ করেছি।
আমাদেরকে জেলা নেতৃবৃন্দ ২ দিনের মধ্যে ফয়সালা করে দেয়ার কথা বলেছিলো। কিন্তু পহেলা ফেব্রুয়ারী ২ দিন পার হয়ে গেলেও কোনা সমাধান পাইনি। তাই আমরা সাতজন পদত্যাগের সিদ্ধান্তে অটল আছি।
সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগকারী মোহাম্মদ হাচিব বিল্লাহ বলেন, ‘যাকে সভাপতি করা হয়েছে সে কখনোই সংগঠনের জন্য কাজ করেনাই। অর্থের বিনিময়ে উপজেলা কমিটির কাছ থেকে সে পোষ্ট গ্রহন করেছে তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
এবিষয়ে নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম রনি বলেন, ‘অর্থ লেনদেনের প্রশ্নই আসেনা। যোগ্যদের দিয়েই রানাপাশা ইউনিয়ন কমিটি দিয়েছি। যাকে সভাপতি করেছি সে অনেক সিনিয়র।
আমরা বয়সের প্রোটোকল ম্যানটেইন করেছি। তবে মৌখিক শুনলেও সাত জনের লিখিত পদত্যাগপত্র আমি পাইনি। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু মুঠোফোনে বলেন, ‘যেহেতু এটা ইউনিয়ন কমিটি, সেহেতু বিষয়টা উপজেলা কমিটি দেখবে।
ইউনিয়ন থেকে জেলা ছাত্রদলের সভাপতি বা সম্পাদক বরাবরে পদত্যাগপত্র দেয়া আমাদের গঠনতন্ত্রে নেই। তবে বিষয়টি মৌখিক ভাবে শুনেছি। অতি দ্রুত সমাধান করার জন্য উপজেলা ও ইউনিয়ন কমিটিকে নিয়ে বসবো।
আমি মোঃ সাকিবুল ইসলাম
৪ নং রানাপাশা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আমি কোনো পদত্যাগ করি নায় দল থেকে পোস্ট পাওয়ার জন্য রাজনীতি করি না পোস্ট এর জন্য যারা রাজনীতি করেন তারা পদত্যাগ করতে পারেন আমার নাম কেনো দিছেন পত্রিকায় আর যারা দলকে ভালোবাসে তারা এরকম করতে পারেন না পোস্ট এর জন্য যারা রাজনীতি করেন তারাই বদনাম করে থাকেন