শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রওশন এরশাদের পৈত্রিক বাড়ী ‘সুন্দর মহলে’ ভাংচুর “দালালের দখলে পাসপোর্ট সেবা, নড়াইলে সেনাবাহিনীর কঠোর হস্তক্ষেপ” বরিশাল জেলা শ্রমিকলীগ সভাপতি ও যুবলীগ নেতা গ্রেফতার ৩ দফা দাবি সহ হাবিপ্রবি মৎস্যবিজ্ঞান শিক্ষার্থীদের মানববন্ধন  বরিশাল বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স বার্তা অন্তর্বর্তী উপাচার্যের হামলায় অন্তঃসত্বা নারী আহত : নষ্ট হয়ে গেল গর্ভের সন্তান পুলিশ হেফাজত থেকে পলায়ন : নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার ভুয়া সার্টিফিকেট দাখিল করে সভাপতির পদ বাগিয়ে নেয়ার অভিযোগ বরিশালে মাহিন্দ্রা-প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত বরিশালে আমু, সাদেক ও খোকনসহ ২৭৪ জনের বিরুদ্ধে মামলা

শাহজালালে বিপুল পরিমান ইয়াবাসহ কুমিল্লার সাদ্দাম আটক

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১৫৬ বার

মাদকের বিভিন্ন কারবারিদের কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা করে কিনে তা সৌদি আরবে পাচারের পর অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্য ছিলো সাদ্দাম নামের এক মাদক কারবারীর।

 

মাদক বহন ও বিক্রির তার এক মাত্র ব্যবসা। এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয় হাজার পিস ইয়াবার বড়িসহ বুধবার (২৮ জুলাই) ভোর ৬টার দিকে পাচারকারী শনাক্ত করে বিমানবন্দরের ডিপারচার গ্লাস গেইট থেকে ইয়াবাসহ সৌদি আরবগামী যাত্রী সাদ্দামকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এদিন সকাল ১১টার দিকে বিমানবন্দরের কেনপি-১ এ আযোজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জিয়াউল হক।

 

আটক সাদ্দাম বিমানবন্দর থেকে সালাম এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে প্রথমে ওমানের মাস্কাট এবং কানেন্টিং ফ্লাইটে করে সৌদি আরবের দাম্মাম শহরে যাওয়ার কথা ছিলো। সকাল ৯টা ২০মিনিটে তার ফ্লাইট ছিলো। তবে, তিনি ভোর ৬টার দিকে বিমানবন্দরে আসেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জিয়াউল হক বলেন, সন্দেহভাজন হিসেবে সাদ্দামকে প্রথমে জিজ্ঞাসা করা হয়। এসময় তিনি ইয়াবা থাকার বিষয়টি অস্বীকার করেন। তবে, তার দেহ ও ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৮ হাজার ৯শ ৫০ পিস ইয়াবার বড়ি উদ্ধার করা হয়।

 

তার ব্যাগের খুলে ওপরে অনেক কাপড় দেখা যায়, তার নিচে সেলাই করা ব্যাগের একটি কাভার ছিলো। ওই কাভারের ভেতরে কার্বন পেপার ও স্কস্টেপ মোড়ানো অবস্থায় এসব ইয়ারা থাকতে দেখা যায়।

সাদ্দামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি, তিনি এই ইয়াবাগুলো ২০০/৩০০ টাকা করে বিভিন্ন জনের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। এগুলো যদি তিনি সৌদি আরবে নিয়ে যেতে পারতেন, তবে প্রতি পিস এক থেকে দেড় হাজার টাকায় বিক্রি করতেন।

জিজ্ঞাসাবাদে আসামি আরও বলেন, আটক সাদ্দামের বাড়ি কুমিল্লার কোটবাড়ি এলাকায়। এসব ইয়াবা কুমিল্লার এক ব্যক্তির কাছ থেকে নিয়েছিলেন। সেখানে ওই চক্রটি তাকে সৌদি আরবে যাওয়ার টিকিট বা ভিসা করে দিয়েছে।

জানা গেছে, এই ইয়াবাগুলো বিক্রির পর তিনিও একটি লভ্যাংশ পেতেন। ইয়াবাগুলো নিয়ে সৌদি আরবের দাম্মামের এক প্রবাসীর কাছে হস্তান্তর করতেন বলে জানা গেছে।

 

ইয়াবা পাচার তার এটাই প্রথম নয় উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। ২০২০ সালে সাদ্দাম ইয়াবা পাচারের সময় পুলিশের হাতে আটক হয়েছিলেন। সেই মামলায় তিনি এখন জামিনে রয়েছেন। এরই মধ্যে ইয়াবার বড় এই চালানটা তিনি সৌদি আরবে পাচার করতে যাচ্ছিলেন।

 

সৌদি আরবে এসব ইয়াবার গ্রাহক করা বলে জানতে পেরেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা ইয়াবাসেবী রয়েছেন তারা এবং কিছু সৌদি আরবের নাগরিকরাও এখন ইয়াবা সেবন করছেন।

আটক সাদ্দামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com