নিখোঁজ হবার দীর্ঘ ৭ মাস পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর খুড়ে উত্তোলন করা হয় ৬০ বছর বয়সী বিধবা মৃতা রিজিয়ার লাশ।
ঢাকায় বসবাসরত মাদকাসক্ত একমাত্র ছেলে গত ৭ মাস আগে মায়ের ফোন বন্ধ পাবার পরও একবারের জন্য ও মাকে খুজতে আসেনি গ্রামে।
এমনকি থানায় কর হয়নি কোন জিডি। ঈদের ছুটিতে গ্রামে মায়ের ছোট্ট কুটিরে এসে আবিষ্কার করে এক ভয়াবহ হ্নদয় বিদারক দৃশ্যের। ঘরের মধ্যেই দুর্বৃত্তকারীরা হত্যা করে পুতে রেখেছে তার মায়ের লাশ।
এখন সেটা শুধুই কংকাল।
বাকেরগন্জ থানায় রুজু হয় হত্যা মামলা। তার মাদকাসক্ত ছেলের নামে রয়েছে ২ টি হত্যা ও ডাকাতি মামলা তাই এলাকাবাসীর সন্দেহ তাকে ঘিরেই।
স্থানীয়ভাবে ব্যাপক চান্চল্য সৃস্টিকারী এই পৈশাচিক ঘটনার রহস্য উদঘাটন করতে চারদিন চাররাত টানা পরিশ্রমের পর আমি ও আমার টিম ২ জন হত্যাকারীকে ঢাকা ও বরিশাল হতে গ্রেফতার করি। তারা এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে স্বীকারোক্তি দেয় এবং আদালতে ও ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
মূলত মৃতার মাদকাসক্ত ছেলে আর তার ২ বন্ধু বহুদিন যাবত মৃতার অনুপস্থিতিতে তার ঘরে বসে নেশা করত ও জুয়া খেলত। এটাতে বাধ সাধে মৃতা। এই মাদকাসক্ত ২ বন্ধুর সংস্পর্শে তার ছেলে সর্বসান্ত হলে মৃতা রিজিয়া ঐ বখাটে বন্ধুূদের কঠোর হুশিয়ারি দেয় তার বাড়ি না আসতে আর তার ছেলের সাথে না মিশতে। দোষ এতটুকুই।
এরই জের ধরে ঐ ২ বন্ধু পরিকল্পনা করে তার বন্ধুর মাকে হত্যা করার। তাদের জবানবন্দিতে তারা যখন বল্ল এই বৃদ্ধাকে তারা শ্বাসরোধ করে মারার পূর্বে জোরপূর্বক ধর্ষণ করেছিল মনে হল মাথায় আকাশ ভেঙে পড়লো।
মোদ্দাকথা: মাদকাসক্ত ব্যক্তি পারেনা হেন কোন অপকর্ম নাই। তাই মাদক থেকে ১০০০ হাত দুরে থাকুন কেউ নিখোঁজ হলে অবশ্যই সংশ্লিষ্ট থানায় জিডি করুন। কারন প্রতিটি থানায় আমার চেয়েও পেশাদার পুলিশ কর্মকর্তা রয়েছেন যারা শতভাগ দায়ীত্ব কাধে তুলে নিবেন ও আপনার পাশে থাকবেন।
সংগ্রহ: মো: ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার, বরিশাল এর ফেসবুক পেজ থেকে।