শনিবার, ০৩ মে ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আসতে শুরু করেছেন ক্যান্ডিডেট-অভিবাবকেরা; প্রশ্নফাঁসের গুঞ্জনে কান না দিতে পরামর্শ  মেয়রের পদ ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামি আন্দোলনের নায়েবে আমীর মুফতি মোঃ ফয়জুল করীম ইমাম নিয়ে বিরোধ : যুবদল কর্মী রক্তাক্ত জখম গৌরনদী উপজেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠণ যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দরে বানারীপাড়া উপজেলা আ.লীগ সম্পাদক সানা আটক মে দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে শ্রমিকদল নেতা নিহত পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি শিশুর লাশ দাফনের ২ মাস পর কবর থেকে লাশ উত্তোলন পলাতক ইউপি সদস্যরা দিলেন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ভাষা সৈনিকের জীবনীর ওপর প্রতিযোগিতা : পুরস্কার বিতরণ

৪ দল এখনো দিতে পারেনী তাদের বার্ষিক আয়-ব্যায়ের হিসাব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৩০ বার
ফাইল ফটো

রাজনৈতিক দলগুলোর বার্ষিক হিসেব নিকেশ কষে জমা দেবার সময় পেরিয়ে গেলেও রাজনৈতিক ৪ দল এখনো দিতে পারেনী তাদের বার্ষিক আয়-ব্যায়ের হিসেব।

 

রাজনৈতিক দল নিবন্ধণের শর্ত অনুযায়ী প্রতিবছর আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করার কথা থাকলেও নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে চারটি দল শেষ দিনেও কোনো সাড়া দেয়নি। আর একটি দল আরও এক মাস সময় চেয়েছে।

অবশিষ্ট ৩৪টি দল যথাযথ নিয়ম মেনেই ২০২০ পঞ্জিকা বছরের হিসাব দিয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান।

 

নিবন্ধনের শর্ত অনুযায়ী, দলগুলোকে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দাখিল করতে হয়। পরপর কোনো দল তিনবার আয়-ব্যয়ের হিসাব না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে আইনে।

 

চলতি বছর করোনা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে স্বপ্রণোদিত হয়ে নির্বাচন কমিশন দলগুলোকে এক মাস সময় দিয়েছিল। এক্ষেত্রে ৩১ আগস্ট ছিল হিসাব জমা দেওয়ার শেষ দিন।

 

যে ৩৪টি দল হিসাব জমা দিয়েছে, সেগুলো হলো- জাকের পাটি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পাটি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি-বাংলাদেশ ন্যাপ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পাটি, ইসলামী ঐক্যজোট (আইওজে), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটি, খেলাফত মজলিস, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পাটি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কংগ্রেস, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, গণতন্ত্রী পাটি, বাংলাদেশ জাতীয় পাটি- বিজেপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

 

হিসাব জমা দেয়নি যে চারটি দল সেগুলো হলো- গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)।

 

আর এক মাস সময় চেয়েছে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com