হুদা কমিশনের যে পরিনতি এদেশে ঘটেছে তা যেন ভুল না যায় বর্তমান কমিশন। নির্বাচন কািমশনকে একটি নিরপেক্ষ ভুমিকায় দেখতে চায় এনসিপি। এমনটাই বলেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
আজ মঙ্গলবার রাতে বরিশাল নগরীর ফজলুল হক এ্যাভিনিউতে বিচার সংস্কার ও দেশ পুণগঠনের লক্ষে জুলাই পথসভায় এসব কথা বলেন বক্তরা।
এনসিপির কেন্দ্রীয় নেরতারা আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশনের একজন নির্বাচন কমিশনার নানা ধরেনের ফন্দি আকছে।
কারন এনসিপি যেন শাপলা প্রতিক ও নির্বাচন কমিশনের থেকে নিবন্ধন না পেতে পারে। এসময় বক্তরা আরো বলেন, পুলিশের অনেক কর্মকর্তারা বলেছেন, উদ্ধতন কর্তাদের আদেশের কারণে আমাদের গুলি চালাতে হয়েছে।
বরিশালের অনেক ওসিরা থানায় বসে বলে আমার চেয়ে বড় বিএনপি বাংলাদেশে নেই।
আপনাদের হুশিয়ার করে বলে দিতে চাই যারা ভালো তাদের সাথে আমাদের কোন দ্বন্ধ নেই। আর যারা প্রশাসনে থেকে দলবাজী করবে তারা থানায় নয় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে ঝাড়ুদারের কাজ করুন।
সব শেষ বক্তব্যে এনসিপির আহবায়ক নাহিদ ইমসলাম বলেন, বরিশাল শেরই বাংলার জন্মভুমি। শের ই বাংলার যে সাহস সেই সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে এনসিপি। আগামির যে কোন সংগ্রাম লড়াইয়ে বরিশাল জুলাই আগস্টের মতো বরিশাল সবার আগে ঝাপিয়ে পড়বে বলে আস্থা ও বিশ্বাস প্রকাশ করেন তিনি।
উত্তর অঞ্চলের মূখ্য সংগঠন সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য সংগঠন ডা. মাহমুদা মিতু, বরিশাল জেলার প্রধান সংগঠন আবু সাইদ মুসাসহ অনান্য নেতাকমিরা।