দিনাজপুরের হিলিতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। হাকিমপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভসুচনা করা হয়।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর পরে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা হয়। এসময় সেখানে হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন,উপজেলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, সাধারন সম্পাদক মাহবুব আলম, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার, সাধারন সম্পাদক অনিকসরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।