যার মাধ্যমে প্রতি বছর প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়। যা বেকারত্বের হার কমিয়ে একটি সামাজিক স্থিতিশীলতা তৈরি করে। হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে তরুণদের বিভিন্ন চ্যালেঞ্জিং সমস্যা সমাধান করতে দেওয়া হয়।
প্রতি বছর ১২১ দেশের প্রায় ২০০০ এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজয়ী দলকে পরবর্তীতে আঞ্চলিক বাছাই প্রক্রিয়ায় পাঠানো হয়। সর্বশেষ জাতিসংঘের তত্ত্বাবধানে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে প্রায় সাড়ে আট কোটি টাকা পুরস্কার দেওয়া হয়। অন ক্যাম্পাস প্রোগ্রামের পুরোটা জুড়ে সহযোগিতায় থাকবেন এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ফাহিম শাহরিয়ার।
গত ১৮ আগস্ট থেকে হাল্ট প্রাইজ হাবিপ্রবি ২০২১-২২ ইভেন্টের আয়োজক কমিটির সদস্য সংগ্রহ শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের ‘HULT Prize at HSTU’ ফেসবুক পেজ থেকে ফরম সংগ্রহ করে আবেদন করতে বলা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
অন ক্যাম্পাস প্রোগ্রামের ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে থাকবেন হাবিপ্রবির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রিফাত হোসেন প্রিমন।
Wow