ঝালকাঠিতে স্বামীর সাথে সংসার করার দাবিতে আদালতের কাঠগড়ার সামনে শাড়িতে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নুসরাত জাহান (২১) নামের এক নারী।
রোববার দুপুরে নলছিটি সিনিয়র জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আদালতের (চতুর্থ তলার) আসামিদের কাঠগড়ার সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছেন ওই নারীর আইনজীবী হোসেন আকন খোকন।
প্রত্যক্ষদর্শী ও আইনজীবী সূত্রে জানা যায়, নলছিটি উপজেলার নুসরাত জাহান (২১) তাঁর স্বামী আল আমিনের বিরুদ্ধে চলতি বছরের ২৮ এপ্রিল নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
নুসরাত জাহান দপদিপয়া ইউনিয়নের কয়া গ্রামের এইচএম শাহ আলমের মেয়ে। স্ত্রীর দায়ের করা মামলায় বর্তমানে আল আমিন কারাগারে আছেন।
রোববার মামলাটির ধার্য্য তারিখে বাদী নুসরাত জাহান তাঁর স্বামী আল আমিনের সাথে পুনরায় সংসার করার জন্য আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু স্বামী আল আমিন নুসরাতের সাথে সংসার করতে চান না। মামলা করার পরেই আল আমিন তাঁর স্ত্রীকে তালাক দিয়েছেন।
আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল এজলাসে ওঠার পূর্বে এনিয়ে কাঠগড়ার সামনে স্বামী-স্ত্রীর মধ্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে আদালতের কাঠগড়ার সামনে নিজের পরনের শাড়িতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন নুসরাত জাহান।
এসময় পুলিশ ও বিচার প্রার্থীরা তাঁকে নিবৃত্ত করেন। পরে আদালতের বিচারকের নির্দেশে ওই নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়।
এদিকে স্বামী আল আমিনের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল। বিকেলে আদালত পুলিশ ওই নারীকে পরিবারের জিম্মায় দিয়েছেন।
নুসরাত জাহানের আইনজীবী হোসেন আকন খোকন বলেন, আদালতের বিচারক এজলাসে ওঠার পূর্বেই কোন কিছু বুঝে ওঠার আগেই ওই নারী এ ঘটনা ঘটিয়েছেন। তিনি স্বামীর সাথে বিচ্ছেদ হওয়া সত্ত্বেও পুনরায় সংসার করার দাবিতে স্বামীর জামিন চেয়ে এ ঘটনা ঘটিয়েছেন।
আদালত পুলিশের পরিদর্শক পুলক চন্দ্র রায় বলেন, পুলিশের তৎপরতায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মানবিক কারণে ওই নারীকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।