ক্রমাগত বালুক্ষয় এবং প্রাকৃতিক দূর্যোগের ধ্বংস লীলায় কুয়াকাটা সমুদ্র সৈকতের সকল সৌন্দর্য আজ হুমকির মুখে। প্রতি বছর এই মৌসুমে অমাবশ্যা-পূর্নিমার জোর প্রভাবে সাগর উত্তাল থাকায় বালুক্ষয়ে ধ্বংস হয় ‘সাগরকন্যা’ খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটা।
ইতিমধ্যে জোয়ার ও ঢেউয়ের তা-বে গাছ-পালাসহ বেশকিছু স্থাপনা বিলীন হয়ে গেছে। পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড এর নিবার্হী প্রকৌশলী মোঃ হালিম সালেহী বলেছেন নন-ওভেন টিউবের চেয়ে ওভেন টিউব বেশি টেকসই হওয়ায় বালুক্ষয় রোধে তিন কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে টিউব বসানোর প্রকল্প বাস্তবায়ন করছেন পানি উন্নয়ন বোর্ড।
জানা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরের উত্তাল ঢেউ নিশ্চিহ্ন করে দিচ্ছে পর্যটকদের আকৃষ্ট করার স্পটগুলো। প্রতি বছর এই মৌসুমে বড় বড় ঢেউ আছরে পরে সমুদ্র সৈকত কুয়াকাটায়। বালুক্ষয়ের ফলে ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের এ সৈকতটির প্রস্থ জিরো পয়েন্টের কাছাকাছি এসে পৌঁছেছে। বর্তমানে লঘুচাপ এবং জোয়ারে প্রভাবে সৈকত নিকটবর্তী বৃক্ষ এবং স্থাপনা ধ্বংসের সম্মুখিন হয়েছে।
২০১৯ সালে এক কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে সৈকতে দেশীয় তৈরি জিওটিউব দেয়া হয়েছিল। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই সেটি সাগরে বিলীন হয়ে যায়। তবে ভাঙ্গন রোধে ওভেন টিউব এর সংখ্যা বাড়িয়ে বসানো হলে সাগরের উত্তাল ঢেউ থেকে বৃক্ষ এবং স্থাপনা রক্ষা পাবে বলেছেন কুয়াকাটার মেয়র মো. আনোয়ার হাওলাদার।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব শরীফ জানান, বন্যা এবং প্রাকৃতিক দূর্যোগের এই মৌশুমে ভাঙনের কবল থেকে সৈকতটি স্থায়ীভাবে রক্ষা করতে না পারলে পর্যটকরা এখানে ভ্রমণের আগ্রহ হারাবে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড কুয়াকাটা সৈকতের সৌন্দর্য রক্ষায় উদ্যোগ নিয়েছেন। জরুরি ভাবে ভাঙ্গন রক্ষা করতে জিও টিউব ও জিও ব্যাগের ব্যবহার করেছে কয়েকটি স্পটে। এই উদ্যোগে সমুদ্রের ভাঙ্গন বন্ধ হয়ে সমুদ্র সৈকত ধীরে ধীরে বিস্তার লাভ করবে এবং কুয়াকাটা সমুদ্র সৈকতের বৃক্ষ ও সকল স্থাপনা রক্ষা পাবে।
সরেজমিন দেখা গেছে, সৈকতের কয়েকটি অংশে বসানো রয়েছে কালো রঙের ওভেন জিওটিউব, যেগুলো বিদেশি তৈরি। এছাড়াও এই প্রতিরক্ষা বাঁধটি আগের চেয়ে টেকসই ভাবে স্থাপন করার দাবি জানিয়েছেন স্থাণীয়রা।