সুরভী-৯ লঞ্চের পাখা ভেঙ্গ ৮ এর কাধে ভর করে চলছে ঢাকার পথে। ঢাকা যাবার আগেই ভোগান্তিতে যাত্রীরা। সুরুভী ৮ এবং ৯ লঞ্চ একই রশিতে বাধা পড়ে এখন মাঝ নদীতে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে বরিশাল নদী বন্দরে অবস্থান কালে ঘটনার সৃস্টি।
লঞ্চের ভিতরে থাকা বরিশাল সাহেবের হাট থানা এলাকার সংবাদকর্ম ী রিয়াজ হোসেন রাতে মুঠো ফোনে জানান, তিনি ঢাকা যাবার জন্য সুরুভী -৯ লঞ্চের ভিআইপি কেবিনে উঠেন। কিন্তু লঞ্চটি বরিশাল ঘাট থেকে ছেড়ে যাবার সময়ই সুরুভী -৮ লঞ্চের সযোগীতায় ঘাট ত্যাগ করে। এতে করে যাত্রীরা রয়েছে আতংকে। কারন দুই লঞ্চ এখন এক রশিতে মাঝ নদীতে। একই সাথে লঞ্চটি চলছে ধীরগতিতে। ফলে সকালের প্রয়োজনে সময়টা পুরোই নস্ট হবার পথে। এর মধ্যে রয়েছে লকডাউনের সমস্যা। ফলে ঢাকায় গিয়ে যানবাহনের জন্য পোহাতে হবে তীব্র ভোগান্তিতে।
এ ব্যপারে সুরুভী-৯ লঞ্চের মাস্টার মো. আবুল কালাম আনন্দ বার্তাকে বলেন, লঞ্চটি ঘাটে বসেই পিছনে যাবার সময় ডান পাশের পাখাটি খুলে পড়ে যায়। পরে সুরভী -৮ এর সহযোগীতায় ঢাকার পথে যাচ্ছি। বেশি কোন সমস্য নেই। তবে যেতে কিছুটা দেরি হবে। যাত্রীদের আতংকের কোন কারণ নেই।