সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬৪ জন । একই সময়ে সুস্থ হয়েছেন ৪২৪ জন।
আজ সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬৪ জনের মধ্যে ২৪৯ জনই সিলেট জেলার বাসিন্দা।
বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১০৭ জন, হবিগঞ্জের ১৪৬ এবং ৬২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬ হাজার ২১০ জনে দাঁড়িয়েছে।
এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৩ হাজার ১২১ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৮৬ জন, হবিগঞ্জে ৪ হাজার ২২৭ জন ও মৌলভীবাজারে ৪ হাজার ৭৭৬ জন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় সিলেটে ৪২৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২৯৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৬৫ জন, হবিগঞ্জ জেলর ৩৫ জন এবং ২৮ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।
সিলেট বিভাগে এ পর্যন্ত ২৮ হাজার ৮৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৯ হাজার ৮৬৪ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৬৯ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪২৬ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৩৮৪ জন।
সিলেট বিভাগে আজ আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সিলেট জেলার ১০ জন, সুনামগঞ্জ জেলার ৩ জন এবং হবিগঞ্জ জেলার ১ জন বাসিন্দা রয়েছেন।
এনিয়ে সিলেট বিভাগে ৬৩১ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫০২ জন, সুনামগঞ্জে ৪৭ জন, হবিগঞ্জে ২৯ জন এবং মৌলভীবাজার জেলায় ৫৩ জন রয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত ৩৭৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২৬৩ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৫৬ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩০ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন।