সিরাজগঞ্জের সলঙ্গায় এক মাদক বিরোধী অভিযানে ২০ লক্ষ টাকার হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (১৯ জুন) বিকেলে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল ইউনিয়নের সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়ক রাস্তায় অভিযান পরিচালনা করে ১৯০ গ্রাম হেরোইনসহ (যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা) এক মাদক কারবারিকে আটক করেন।
এ সময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন টাকা জব্দ করা হয়।
আটকৃত আসামী নওগাঁ জেলার পোরশা থানার দক্ষিণ লক্ষীপুর গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে মিজানুর রহমান (৪২)।
পরবর্তীতে আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(গ) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।