রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন বরিশালে নির্বাচন ট্রাইব্যুনালে মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই মামলা দায়ের ঝালকাঠিতে ৮ পরীক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র সচিব ও হল সুপারসহ ৯ শিক্ষককে অব্যাহতি আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষন; থানায় মামলা দায়ের উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে – পরিবেশ উপদেষ্টা চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা হাবিপ্রবি’র ২ শিক্ষার্থী হত্যার দশ বছর আজ যেখানে নামাজের কাতারে থাকেন শুধুমাত্র শিক্ষার্থীরাই, পড়া হয় জুম্মার নামাজও রূপাতলী এনায়েতুর রহমান কমপ্লেক্সে  দুই পক্ষের দ্বন্দ্ব অবসান

সিন্ডিকেটের মাধ্যমে চামড়া শিল্প ধ্বংস করা চলবেনা-পটুয়াখালীতে ইশা ছাত্র আন্দোলন

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৪৭১ বার

পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে দেশের সমৃদ্ধি অর্জনে ও চামড়া শিল্প রক্ষায় সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে চামড়া শিল্পকে বাঁচানোর দাবীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখার উদ্দ্যোগে জেলা সভাপতি মুহাম্মাদ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইমাম হোসেনের সঞ্চালনায় ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক, মুহাম্মাদ মাহবুব হোসেন । তিনি বলেন- সিন্ডিকেটের মাধ্যমে চামড়া শিল্প ধ্বংস করে দিয়ে এদেশের অর্থনীতি দূর্বল করার ষড়যন্ত্র মেনে নেয়া হবে না । তিনি আরো বলেন- বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি কারক পণ্য হল চামড়া । এই চামড়া রপ্তানি করে বছরে হাজার হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশের অর্থনীতি সচ্ছল রাখা হতো ।

 

কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যায় অসাধু ব্যবসায়ীরা চামড়া সিন্ডিকেটের মাধ্যমে চামড়া শিল্প ধ্বংস করে দিচ্ছে । আর সরকার বসে বসে তামাশা দেখছে ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলার সাবেক সভাপতি,হাঃ আবু তাহের খান । তিনি বলেন- আশা করি চামড়া শিল্প রক্ষা করতে সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে । আর সাথে সাথে সরকারের কাছে ২৩ তারিখ থেকে কঠোর লকডাউনের মধ্যে চামড়া ট্যানারিতে নেয়ার জন্য বহনকৃত যাতায়াতের গাড়ির বিষয় লকডাউনের আইন হালকা করে দেয়া আহ্বান করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com