বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এ চলমান অব্যবস্থাপনা, দুর্নীতি এবং সাধারণ রোগীদের চরম ভোগান্তির বিরুদ্ধে আজ টানা সপ্তম দিনের মতো রাজপথে কর্মসূচি পালন করেছে সাধারণ জনতা ও ছাত্রসমাজ।
আজকের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে শেবাচিম সংলগ্ন প্রধান সড়ক ঘন্টাব্যাপী অবরোধ করেন। হাসপাতালের অব্যবস্থা, চিকিৎসা-বাণিজ্য এবং নানা হয়রানির প্রতিবাদে প্রতীকী লাশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা—যা ছিল চিকিৎসা-ব্যবস্থার দায়হীনতায় মৃত্যুবরণ করা মানুষের প্রতিচ্ছবি।
আন্দোলনকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেঁজুতি বলেন, “আমাদের মৌলিক অধিকার আদায়ের জন্য আন্দোলনে নামতে হচ্ছে—এটাই সবচেয়ে দুঃখজনক বাস্তবতা।”
শেবাচিমে আসা রোগীর স্বজন জাকারিয়া বলেন, “হাসপাতালের বাথরুম ব্যবহার অনুপযোগী। প্যাথলজি বিভাগ কেবল দুপুর দুইটা পর্যন্ত খোলা থাকে, যা অপর্যাপ্ত। ২৪ ঘণ্টা প্যাথলজি চালু রাখার দাবি জানাচ্ছি। এছাড়া ঔষধ কোম্পানির প্রতিনিধিরা জোর করে প্রেসক্রিপশন নিয়ে যায়—এটা অনভিপ্রেত।”
আন্দোলনকারীদের মুখপাত্র নাভিদ নাসিফ বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো কার্যকর প্রতিশ্রুতি দেয়নি। বিগত দিনে একাধিক দালালকে চিহ্নিত করে কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলেও, তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দালালদের অবাধ বিচরণ এবং গণমানুষের এই আন্দোলনের প্রতি মেডিকেল স্টাফদের বিদ্বেষপূর্ণ আচরণ, এই প্রতিষ্ঠানে প্রশাসনিক নিয়ন্ত্রণের অভাব ও স্বাস্থ্যখাত সংস্কারের দাবির প্রতি চরম অবহেলার বহিঃপ্রকাশ।”
সামাজিক আন্দোলন কর্মী, বরিশালের সন্তান মহিউদ্দিন রনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দাবি দ্রুত ও সন্তোষজনকভাবে বাস্তবায়িত না হলে আন্দোলন আরও কঠোর ও দীর্ঘমেয়াদী হবে।”