পাঁচ বছরের শিশু সাওয়ান হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত ইউপি সদস্যসহ দুইজনের বসত ঘর শুক্রবার বিকেলে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্দ জনতা।
এসময় আগুন নেভাতে গিয়ে বিক্ষুব্ধদের রোষানলে পরে অনেকটা অসহায় হয়ে পরেন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনটি জেলার গৌরনদী উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের।
জানা গেছে, নিহত শিশুর ময়নাতদন্ত শেষে শুক্রবার বাদ আছর জানাজার পূর্বে উত্তেজিত এলাকাবাসী হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তারকৃত স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক চৌধুরী ও রোমান চৌধুরীর বসত ঘরে অগ্নিসংযোগ করে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতা তাদের বাঁধা প্রদান করে।
নাম প্রকাশ না করার শর্তে গৌরনদী ফায়ার সার্ভিসের এক সদস্য জানিয়েছেন, বিক্ষুব্ধদের বাঁধার মুখে তারা আগুন নিয়ন্ত্রণ করতে পারেননি। এমনকি কিছু লোক অগ্নিকান্ডের ছবি ও ভিডিও ধারন করতে গেলে তাদেরকেও বাঁধা প্রদান করা হয়। বাঁধার মুখে অগ্নিকান্ডের ছবি ও ভিডিও ধারন করতে পারেনি কেউ।
এমনকি গোয়েন্দা সংস্থার সদস্যদেরকেও ছবি তুলতে দেওয়া হয়নি।
স্থানীয় একাধিক বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার বিকেলে নিহত শিশুর জানাজার পূর্বে বিক্ষুব্ধ জনতা স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক ও রোমানের বসতঘরে আগুন লাগিয়ে দেয়া হয়। পরে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশু সাফওয়ানকে দাফন করা হয়।
সন্ধ্যায় হোসনাবাদ বাজারে বিক্ষুব্ধ গ্রামবাসী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, শিশু সাফওয়ান হত্যার ঘটনায় নিহতের বাবা ইমরান হোসাইন বাদি হয়ে ছয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার আসামরিা হলো-রোমান চৌধুরী, তার বাবা লোকমান চৌধুরী, ইউপি সদস্য মোজাম্মেল হক চৌধুরী, রোমানের স্ত্রী আখি বেগম, বোন রাবিনা আক্তার ও শাহাদাত প্যাদা।
মামলায় অজ্ঞাতনামা আরো ৯/১০ জনকে আসামি করা হয়েছে।
ওসি আরও জানান, ওই মামলায় আটককৃত চারজনকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত বুধবার দুপুর দুইটার দিকে স্থানীয় শিশুদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয় মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান সিকদারের পাঁচ বছরের ছেলে শিশু সাফওয়ান সিকদার। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাতেই গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন সাফওয়ানের দাদা বারেক শিকদার।
বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে স্থানীয় মান্না বেপারীর বিল্ডিংয়ের পিছনের একটি জমির মধ্যে শিশু সাফওয়ানের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। ওইদিন ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে নিহতের প্রতিবেশী রোমান চৌধুরী, ইউপি সদস্য মোজাম্মেল হক চৌধুরী, আখি বেগম ও রাবিনা বেগমকে আটক করে পুলিশ।