মাদারীপুরের শিবচরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক হিন্দু ব্যবসায়ীর মাথায় হাতুড়িপেটা দিয়ে ৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পাঁচ্চরের সোনাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ব্যবসায়ী সোনা পট্টি এলাকার অনিল বণিকের ছেলে।
পাঁচ্চর বাজারের মুদিখানা ব্যবসায়ী কমল বনিক (৫৫) প্রতিদিনের ন্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে বাড়ির সংলগ্নে মন্দিরে প্রণাম করার সময় চার পাঁচ জনের একটি ছিনতাইকারী দল মাথায় হাতুড়িপেটা করে ব্যাগে থাকা চার লক্ষ কুড়ি হাজার টাকা ছিনতাই করে এবং ব্যবসায়ী কমল বণিককে গুরুতর আহত করে।
পরে আহত ব্যক্তিকে পাঁচ্চর শিবচর আঞ্চলিক সড়কে অবস্থিত শাহ্ নেছার নামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয় ।
এ ঘটনায় শিবচর থানার ওসি মোঃ মোক্তার হোসেন বলেন,‘ খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।