লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সফিয়ার রহমান কে জুনিয়র শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মাহাবুব রহমান ক্ষমতা অপব্যবহার করে স্থানীয় ভাড়াটিয়া লোকজন নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।
ওই ঘটনায় আহত শিক্ষকের লিখিত অভিযোগের ভিত্তিতে আদিতমারী উপজেলা শিক্ষা অফিস কর্তৃক দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্ত দুই কর্মকর্তা সহকারী শিক্ষা অফিসার মুকুল চন্দ্র রায়, সহকারী শিক্ষা কর্মকর্তা হরেকৃষ্ণ রায় ২৮ এপ্রিল সোমবার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষককে মারপিটের ঘটনাটি তদন্ত করেন।
শিক্ষক মারপিট ও তদন্তের বিষয়টি তদন্তকারী কর্মকর্তার কাছে উক্ত ঘটনার বিবরণ জানতে চাইলে দুই তদন্তকারী কর্মকর্তা সহকারী শিক্ষা অফিসার হরে কৃষ্ণ রায় এবং সহকারী শিক্ষা অফিসার মুকুল চন্দ্র রায় বলেন পৃথক পৃথকভাবে ঘটনাটি লিখিত আকারে বক্তব্য নেওয়া হয়েছে বিষয়টি পরবর্তীতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা জানানো হবে ।