হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার উদ্ধার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ মোট ১২ কোটি ৫১ লাখ ৭৫ হাজার ৬৯১ টাকা।
ধারণা করা হচ্ছে, বিদেশি মুদ্রাগুলো সিঙ্গাপুরে পাচার করা হচ্ছিল।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান জানান, সিঙ্গাপুরগামী একটি কার্গো থেকে (এসকিউ-৪৪৭) বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।
পরে উদ্ধার করা মুদ্রা গুণে দেখা যায়, তাতে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরের ডলার রয়েছে। রেডিমেড গার্মেন্টস উল্লেখ করে পণ্যগুলো বিদেশে পাঠানো হচ্ছিল, যার গায়ে এজেন্টের নাম ‘ইউনাইটড সার্ভিস এজেন্সি ঢাকা বিডি লিমিটেড’ উল্লেখ ছিল।