শাকিব খানের চেয়ে তো শরিফুল রাজ আর ক্রিকেটার নাসির হোসাইন ঢের বেশি ভালো। নাসির হোসাইন এত সমালোচনা মানুষের আজেবাজে কথা শোনার পরেও তামিমা কে ছেড়ে যায়নি।
নাসির তামিমা দুজনই সারাদিন টিকটক করতো৷ এটা নিয়েও আমরা সবাই ট্রল করেছি। কিন্তু দিনশেষে তারা দিব্বি সংসার করছে।
তামিমার প্রেগ্ন্যাসির পুরোটা সময় নাসির ওর পাশে ছিলো৷ পরীমনির কাহিনী আমাদের সবারই জানা। এত কিছুর পরেও শরিফুল রাজ ওকে স্ত্রীর হিসেবে স্বীকৃতি দেয়।
শুধু তাই নয় বিভিন্ন টকশো তে রাজ কে বলতে শুনা যায় সে পরীমনির হাসবেন্ড এটাও তার একটা আইডেন্টিটি। পরীমনির প্রেগন্যান্সির সময়ে আমরা রাজ পরী কে নিয়ে কম ট্রল করি নাই তারপরেও শেষ অব্দি সে তার মাতৃত্বের সুন্দর সময়টা বেশ উপভোগ করেছে।
কারণ রাজ প্রতিটা সময় ওর সাহস এবং শক্তি হয়ে পাশে ছিলো৷ সিয়াম অবন্তির কথাই ধরেন সিয়ামের কেরিয়ারের টার্নিং পয়েন্টে একদম ঢাকঢোল পিটিয়ে বিয়ে করলো।
যেখানে অন্যরা কেরিয়ারের দোহাই দিয়ে প্রেমিকা বিয়ে এমনকি বাচ্চা পর্যন্ত লুকিয়ে রাখে সে দিক দিয়ে সিয়াম পুরোপুরি ব্যতিক্রম।
সে নিজের প্রেমিকা কে বিয়েও করলো আবার অবন্তীর প্রেগ্ন্যাসির সময়েও ওকে সাপোর্ট দিলো। এতে করে তার ফিল্মের কেরিয়ারের এক বিন্দু পরিমাণ ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না।
আসলে ভালোবেসে সবাই পাশে থাকতে পারে না৷ পাশে থাকার জন্যে সাহস লাগে৷ আর নারীর প্রেগ্ন্যাসির সময়ে যে পুরুষ তার পাশে থেকে ভালোবেসে আদর যত্নে তাকে আগলে রাখে, সেই পুরুষকে ঐ নারী তার সর্বস্ব সব দিয়ে ভালোবাসে।। এমন নানা মন্তব্য এখন সোস্যাল মিডিয়ায়।
*IMROSE* ফেজবুক পেজ থেকে সংগ্রহিত