সরকারে পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করবে এমন ঘোষণা শুনেই রবিবার সকাল থেকে লঞ্চ র্টামিনালে পেশাক শ্রমিকদের উপচে পড়া ভিড় জমেছিল। অন্য দিকে কাঙ্খিত যাত্রী ঘাটে না থাকায় লঞ্চ মালিকরা লঞ্চ চলাচলে সিদ্ধান্তহীনতায় ভুগছিল।
এ কারণে ঘাটে আসা কর্মস্থলমুখী পেশাক শ্রমিকদের মধ্যে কিছুটা হতাশাও ছিল। কিন্তু দুপুর ১টা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার খবর শুনে স্তির নিশ্বাস ছাড়ে তারা।
ঘাটে থাকা এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মূল ফটক খেলার সাথে সাথে লঞ্চের ডেকে জায়গা দখলের জন্য হুমড়ি খেয়ে পড়েছে শতশত পেশাক শ্রমিক। মুহূর্তের মধ্যে লঞ্চটির দুইটি ডেক যাত্রীতে পরিপূর্ণ হয়ে যায়। সকাল থেকে দুপুর ১টা পযর্ন্ত এই চিত্র ছিল বরিশাল নৌবন্দরের লঞ্চ র্টামিনালে।
বিআইডব্লিউটিএ কতৃপক্ষ জানায়, ঘাটে তুলনামূলক কম যাত্রী থাকায় লঞ্চ চলাচলের অতিরিক্ত ব্যয়ের কথা বিবেচনা করে কোনো লঞ্চই ঢাকায় যেতে চায়নি। কিন্তু বিআইডব্লিউটিএ কতৃপক্ষে বিশেষ অনুরোধ এবং লঞ্চ চলাচলের সময় বৃদ্ধি করায় একটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার জন্য রাজি হয়েছে। ঢাকাগামী যাত্রীদের চাপ বেশি থাকলে আরো লঞ্চ বরিশাল থেকে ঢাকায় যাবে।
নারী পোশাক শ্রমিক আসমা আক্তার বলেন, ঢাকার উদ্দেশে লঞ্চ ছাড়বে না এমন কথা শুনে দম বন্ধ হয়ে গেছিল। এখন বাঁচা গেলো। ভাড়া যাই লাগুক ঢাকায় যেতেই হবে। সোমবার কাজে যোগ দিতে না পরলে চাকরি নিয়ে অসুবিধায় পড়তে হবে। আল্লাহ রহমত করেছে।
সাইফুল ইসলাম নামে অপর এক পোশাককর্মী জানান, শনিবার রাত থেকে ঢাকায় যাওয়ার চেষ্টা করছিলাম। বাসে সিট ও জায়গা পাইনি। পরে শুনেছি লঞ্চ ছাড়বে। চলে আসি ঘাটে। কিন্তু রাতে লঞ্চ ছাড়েনি। সকালে এসে একবার শুনি ছাড়বে। আবার শুনি ছাড়বে না।
এ নিয়ে দোলাচলে ভুগছিলাম। শেষ পযর্ন্ত একটি লঞ্চ যাবে শুনে ডেকে জায়গা করে নিয়েছি। কারখানা থেকে কঠোর হুঁশিয়ারি ছিল আগামীদিনের মধ্যে কাজে যোগদান না করলে গত মাসে বেতন পাওয়া যাবে না।
এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সুপার ভাইজার মো. সেলিম আহমেদ বলেন, ‘লঞ্চ ছাড়া কোনো ইচ্ছে ছিল না। কিন্তু সরকারি নিদের্শ এবং ঘাটে আসা পোশাক শ্রমিকদের কথা বিবেচনা করে মালিক কতৃপক্ষ যাত্রী দিয়ে ঢাকার উদ্দেশে লঞ্চ ছাড়ায় সায় দিয়েছেন। যে পরিমাণের যাত্রী আছে তাতে লঞ্চের খরচ উঠবে না।
বরিশাল বিআইডব্লিউটির উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘লঞ্চে ব্যয় সংকুলান না হওয়ার কথা বিবেচনা করে তারা লঞ্চ চালাতে চাইছিল না। কিন্তু সরকারি নিদের্শ ও আমাদের অনুরোধে রাজি হয়েছে। প্রথমিক পর্যায়ের অ্যাভেঞ্চার-৯ লঞ্চে যাত্রী উঠানো হচ্ছে।
যাত্রীদের চাপ বেশি থাকলে আরো দু’একটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারে। রাত ৮টার পরে যেকোনো সময়ে সেগুলো ঢাকার উদেশ্য রওনা দিবে।