ছেলেটির নাম সুশান্ত শীল। ঝালকাঠি ষ্টেশন রোডের মিতালী সেলুনে নরসুন্দরের কাজ করে। বিবাহ করেছে রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনের টোলারবাগ পানির ট্যাংকি এলাকায়।
সে দুই জমজ কন্যা সন্তানের জনক। ওদের বয়স ১৩ মাস। একজনের নাম টাপুর আর অপর জনের নাম টুপুর। স্ত্রী ও কন্যাদের নিয়ে ঝালকাঠি কিস্তাকাঠি আবাসনে ২৪ নম্বর ব্যারাকের ৬ নম্বর ঘরে বসবাস করে সুশান্ত।
শুক্রবার লগডাউন হবে শুনে বৃহস্পতিবার স্ত্রী সুমা রানী শীল ও দুই কন্যা সন্তানকে নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ঝালকাঠি লঞ্চঘাটে যায়। কিন্তু লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠায় নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে বিকেল সারে ৫ টায় পুলিশের নির্দেশে লঞ্চটি ঘাট ত্যাগ করে।
লঞ্চে উঠতে না পারায় সুশান্ত স্ত্রী কণ্যাদের নিয়ে তরিঘরি করে চলে যায় বরিশাল লঞ্চঘাটে। সেখানেই ঘটে নিদারুণ এক ঘটনা।
তাদের কণ্যা টাপুর ছিলো সুশান্তর কোলে আর টুপুর ছিলো সুমা রানীর কোলে। লঞ্চ ঘাটে যাত্রীদের ভীড়ে স্বামী স্ত্রী পৃথক দুটি লঞ্চে উঠে পরে। সুশান্ত তার স্ত্রী সুমাকে খুজে না পেয়ে লঞ্চ থেকে বের হয়ে টার্মিনালে স্ত্রীকে খুজতে থাকে।
ঐ সময় ঘাট থেকে কয়েকটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ছেড়ে যাওয়া একটি লঞ্চের মধ্যেই শিশুকণ্যা টুপুরকে নিয়ে সুশান্তর স্ত্রী সুমা ছিলো। অপর কণ্যা টাপুর’কে কোলে নিয়ে ঘাটের বিভিন্ন স্থানে পাগলের মত স্ত্রীকে খুজতে থাকে সুশান্ত। ততক্ষণে বাকি লঞ্চগুলো ছেড়ে যায়।
স্বামীকে খুজে না পেয়ে স্ত্রী সুমা লঞ্চের এক যাত্রীর মোবাইল ফোন থেকে কল করে সুশান্তকে জানায় সে সুন্দরবন লঞ্চে আছে। ১৩ মাসের কণ্যা শিশুটিকে কোলে নিয়ে বরিশাল থেকে ঝালকাঠি ফিরে আসে সুশান্ত।
ঘড়ির কাঁটা যখন রাত সারে ১০টার ঘরে। তখন ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড়ে এসে পৌছায় সুশান্ত। ততক্ষনে মাকে খুজতে থাকে শিশুটি। ক্ষুধাও পেয়েছে। বাচ্চাটি তার বাবাকে বোঝাতে চাচ্ছে সে দুধ খাবে।
সুশান্ত তখন ওখানকার কয়েকটি দোকানে ঘুরে ঘুরে প্যাকেট দুধ খুজতেছিলো। ঠিক তখনই সুশান্তর সাথে কথা হয় এই প্রতিবেদকের।
সে বলেন, এই বাচ্চা সকালে ঘুম থেকে উঠেই মা মা করে ডাকবে। এদিকে লগডাউন শুরু। আমিতো ঢাকাতেও যেতে পারবো না। এক পর্যায় কণ্যাকে নিয়ে বাবা সুশান্ত আবাসনের বাসার উদ্দেশ্যে চলে যায়।