র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন দুর্গাপুর গ্রামস্থ রংপুর টু ঢাকা মহাসড়কগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান তল্লাশী করে অবৈধ মাদকদ্রব্য ৪০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাভার্ড ভ্যানসহ মাদক ব্যবসায়ী মোঃ রাজা মিয়া (৭০) এবং মোঃ মিজানুর রহমান (৪৫) উভয় জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।