র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন টোকরপাড়া গ্রামস্থ কদমতলা টু পাখিরহাটগামী কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া (৪৫), এবং মোঃ শাহীনুর রহমান (২৫) উভয় জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করেন।
গতকাল শুক্রবার (২০ আগস্ট) রাতের অভিযানে এই আটক অভিযান সম্পন্ন করা হয়।
জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে জেলার নাগেশ্বরী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে|
র্যাব ১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মু. আল আমিন সরকার স্বাক্ষরিত এক বার্তায় তথ্যটি নিশ্চিত করা হয়।