র্যাব-১৩, রংপুর এর ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানাধীন চরধাউড়া কুঠি গ্রামে অপহৃত ভিকটিমসহ একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রর ২ জনকে উদ্ধার করেন।
ভিকটিম এর ভাই এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা যায় ভিকটিম এর সাথে গার্মেন্টস শ্রমিক অপহরণকারী রঞ্জু মিয়ার ফোনের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে তাদের মধ্যে সু-সম্পর্ক তৈরী হয়। আসামী রঞ্জু মিয়া ভিকটিমদেরকে তার নিজ বাসায় দাওয়াত করে আসার জন্য বলে।
গত ৩ অক্টোবর অনুমান রাত ৯ টার সময় ভিকটিমদ্বয় আব্দুল্লাপুর থেকে বাসে করে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী বাস স্ট্যান্ডে এসে পৌঁছালে অপহরণকারী রঞ্জু মিয়া ও তার সহযোগীরা ভিকটিমদ্বয় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী ধানাধীন চর ধাউরা কুঠি গ্রামে নিয়ে যায়।
নির্জন চরে পৌঁছানোর পর রঞ্জু মিয়া এবং তার সহযোগীদের আসল রুপ প্রকাশ পায় এবং টাকার জন্য ভিকটিমদ্বয়কে মারধর শুরু করে ও ভিকটিমদ্বয়ের মুক্তির জন্য ৪ লক্ষ টাকা দাবী করে।
র্যাব-১৩, রংপুর এর ব্যাটালিয়ন সদর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চর ধাউরা কুঠি গ্রামে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ভিকটিমদের নিয়ে অপহরণকারীরা পালানোর চেষ্টা করে।
অপহরণকারী মোঃ জুবাইদুর আলম (২১), মোঃ আশরাফুল আলম (২১), উভয়সাং- চর ধাউরা, থানা-ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রামদ্বয়’কে র্যাব গ্রেফতার করেন এবং আরও কয়েকজন সু-কৌশলে ভিকটিমদ্বয়কে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
কিন্তু র্যাবের পদক্ষেপের কারণে ভিকটিমদ্বয়কে ফেলে তারা পালিয়ে যায় পরে তাদের উদ্ধার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীদ্বয় সংঘবদ্ধ অপহরণ চক্রের সাথে তাদের সম্পৃক্ততার কথা সত্যতা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার চর ধাউরা প্রত্যন্ত এলাকায় অপহরণ করে চাঁদা আদায় করে।
সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এর স্বাক্ষরিত এক বার্তায় তথ্যটি নিশ্চিত করেছেন।