কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের তিন জনকে হত্যা মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গাজীপুর জেলার সফিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের ভন্দুরচর এলাকার গোলাম রব্বানীর ছেলে ধলু মিয়া ও দুলাল মিয়া
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার বিষয়ে প্রেস ব্রিফিং মাধ্যমে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) লুৎফর রহমান তিনি জানান, সোমবার দিবাগত রাতে গাজীপুর জেলার সফিপুর এলাকায় অভিযান চালায় রৌমারী থানা পুলিশের একটি বিশেষ টিম। এ সময় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি ধলু মিয়া ও ১২ নম্বর আসামি দুলালকে গ্রেফতার করা হয়। এর আগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় আটকৃত মামলার এক নম্বর আসামি মো. রাজুসহ তিনজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে নিয়ম মোতাবেক আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আপেল গংয়ের সঙ্গে একই এলাকার শাহ জামালদের বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত বৃহস্পতিবার সকালে শাহ জামাল গংয়ের জমিতে পানি দিতে গেলে বাধা দেয় আপেল গং। এ সময় তর্কবিতর্কের এক পর্যায়ে অস্ত্রশস্ত্র নিয়ে শাহ জামাল গংয়ের ওপর হামলা করেন তারা। এতে শাহ জামালের পক্ষের তিন জন নিহত হন। নিহতরা হলেন- ভুলু মিয়া (৬০), ফুলবাবু (৪৫) নূরুল আমিন (৪২)। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভন্দুরচর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত শুক্রবার ৩৪ জনের নামে মামলা করেন শাহ জামাল। এ মামলায় মোট সাত জনকে গ্রেফতার করা হয়