জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির বদৌলতে বাংলাদেশ রেলওয়ের ইংরেজিতে অনলাইন টিকিটের পাশাপাশি বাংলাতেও করা হয়েছে। অর্থাৎ ইংরেজির পাশাপাশি টিকিটে আসন এবং অনান্য সকল ঠিকানা ও প্রয়োজনিয় তথ্য বাংলাতেও থাকবে।
অনলাইন টিকিটে সবকিছু ইংরেজিতে লিখা থাকায় অনেকের পড়তে হতো অসুবিধা। আর এই সমস্যার কারণেই ইত্যাদির হস্তক্ষেপে বাংলায় টিকেটের ব্যবস্থা করা হয়েছে। যা আজ শনিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।
তথ্য বলছে, ট্রেনে করে গত ৫ সেপ্টেম্বর নাটোর থেকে পঞ্চগর যাচ্ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া কসবা শাখার কর্মকর্তা এম এ ওয়াজেদ। ওই সময় এক বয়স্ক নারী অনলাইনে ট্রেনের টিকিট কেটে আসন নং খুচতে থাকে কিন্তু টিকিট ইংরেজিতে লেখার কারণে তিনি আসন খুজে বের করতে করতে ট্রেন লাইনে পড়ে আহত হয়।
বিষয়টি নজরে আসে ব্যাংকার এম এ ওয়াজেদের। তিনি ওই নারীকে সহযোগিতা করে গত ১২ সেপ্টেম্বর জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিকে চিঠি লিখে সহযোগিতার দাবি করলে মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত সরাসরি যোগাযোগ করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলীর সাথে।
তাকে বিষয়টি খুলে বলে সমাধানের জন্য প্রশ্ন করলে তিনি অনলাইনের টিকিটে ইংরেজির পাশাপাশি বাংলাও লেখা থাকবে বলে আশ্বাস প্রদান করেন। যা আজ শনিবার থেকেই তার কার্যকর গৃহিত হয়।
এখন এটি করার কারণে যাত্রীদের সুবিধা হবে। আগে অনেকেই ইংরেজি পড়তে অসুবিধা হতো। পাশের যাত্রীদের কাছে ধর্ণা দিতে হতো। এখন নিজেরাই যাত্রীদের আসন ও সময় খুঁজে নিতে পারবে বলে সাধারণ যাত্রীদের অভিমত।