ক্সবাজারের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৭ মে) রাতে ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ফতেখাঁরকুল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃত দুরুন নবীর ছেলে মো: কামাল (৩১)। অপরজন একই ইউনিয়নের মধ্যম মেরংলোয়া এলাকার নুরুল ইসলামের পুত্র নুরুল হুদা (৩২)।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ তায়রীফুল ইসলাম নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামির কাছে সর্বমোট ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।
তারমধ্যে কামালের শপিং ব্যাগের ভিতর টিসু ও স্কচটেপ দ্বারা মোড়ানো ৫ হাজার ও নুরুল হুদার প্যান্টের ডান পকেটে ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এবিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় একটি মামলা রুজু হয়েছে।