শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

যারা রাজপথে থাকবেন তাদেরকেই দায়িত্ব দেয়া হবে-মজনু

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৮১ বার

আন্দোলন  কর্মসূচিতে অংশ না নিয়ে ঘরে বসে থাকবেন তা হবে না। যারা এই কাজ করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কাউকে দলীয় পদ নিয়ে ঘরে বসে থাকার সুযোগ দেয়া হবে না। দলীয় পদ-পদবী নিয়ে যারা ঘরে বসে থাকেন তাদের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু শাহবাগ থানাধীন ২০নং ওয়ার্ড বিএনপি’র কর্মীসভায় প্রধান অতিথি’র বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘যারা রাজপথে থাকবেন তাদেরকেই দায়িত্ব দেয়া হবে’।

গতকাল ১৭ সেপ্টেম্বর, শুক্রবার নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী ভবনে শাহবাগ থানাধীন ২০নং ওয়ার্ড বিএনপি’র কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রফিকুল আলম মজনু ‘সদস্য তথ্য সংগ্রহ ফরম বিতরণ’ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মহানগর বিএনপি নেতা এম এ হান্নান, এ্যাডভোকেট মকবুল হোসেন সর্দার, শেখ মোঃ আলী চায়না, জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীসহ শাহবাগ থানা বিএনপি’র নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com