বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে কোটি টাকার কারেন্ট জাল জব্দ সদ্য সমাপ্ত দুর্গাপূজা সংক্রান্তে মতবিনিময় করলেন পুলিশ কমিশনারের ছাত্র আন্দোলনে ময়মনসিংহের শহীদ শাহরিয়ার পেল জিপিএ-৪.৮৩ শ্রীমঙ্গলে সংরক্ষিত বন থেকে অজ্ঞাতার নারী’ চা বাগান থেকে রক্তাক্ত পুরুষের লাশ উদ্ধার পৃথিবীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশে টোপ-চার নকল করতে ভয়ংকর যশোরের মিঠু বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জেলে আটক; ৪৫ হাজার টাকা জরিমানা আশুলিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার কালিয়াকৈরে শ্রমিকবাহী বাস চাপায় এক ব্যবসায়ী নিহত

যশোর জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ভাংচুর

মো. জিল্লুর রহমান,যশোর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৪৪ বার

যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এসময় উপস্থিত নেতাকর্মীদের মারপিট করেছে তারা। মঙ্গলবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই হামলা হয়েছে দাবি বিএনপি নেতৃবৃন্দের।

এর পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আহতদের যশোর সদর হাসপাতালসহ অন্যত্র চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে ঘটনার পর দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

প্রত্যক্ষদর্শী যশোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন জানান, অন্যান্য দিনের মত মঙ্গলবারও জেলা বিএনপির কার্যালয়ে করোনা হেলপ টিমের কর্মকান্ড চলছিলো। একই সময়ে জেলা ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে অনুষ্ঠিত হচ্ছিলো দোয়া মাহফিল। দোয়া শেষে বেলা বারোটারদিকে নেতাকর্মীরা যখন কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় হামলা করে সন্ত্রাসীরা।


তিনি আরো বলেন, ’জয় বাংলা’ শ্লোগান দিয়ে ৫০-৬০ জনের একটি দল হামলা শুরু করে। তারা ছুরি, লাঠি, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র বহন করছিলো। আমি হার্টের রোগী বলার পরও তারা আমাকে মারপিট করে। একইভাবে উপস্থিত নেতাকর্মীদেরও বেধড়ক মারপিট করে সন্ত্রাসীরা। এসময় ঠেকাতে যেয়ে গুরুতর আহত হন যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু।

সন্ত্রাসীরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। প্রত্যক্ষদর্শী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম চৌধুরী বলেন, সন্ত্রাসীরা আচমকা হামলা চালিয়ে কার্যালয়ের দরজা, চেয়ার, টেবিল, ল্যাপটপ, টেলিভিশন, প্রিন্টার ভাংচুর করে। এসময় কার্যালয়ের সামনে থাকা ১০-১২টি মোটর সাইকেলও ভাংচুর করে তারা। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কোন কারণ ছাড়াই এ হামলা চালানো হয়েছে।

 

এদিকে হামলায় আহত জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহবায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলুকে যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুপুরে তার অস্ত্রপচার শেষে বেডে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ। তবে তিনি এখনো শংকামুক্ত নন বলে জানান এ চিকিৎসক।


যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম বলেন, আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলো। সেখানে শাসক দলের সন্ত্রাসীদের এ হামলা, ভাংচুর পূর্ব পরিকল্পিত। যা যশোরের শান্তিপূর্ণ সহাবস্থানকে বিঘ্নিত করেছে।

 

যশোরের রাজনীতিতে কখনই সিনিয়র নেতাদের গায়ে হাত তোলার ঘটনা ঘটেনি। যে কালচারটি নতুন করে আওয়ামীলীগ শুরু করলো। এটি আমাদের জন্য একটি অশনী সংকেত। এ ব্যাপারে সিনিয়র নেতাদের সাথে আলাপ করে আইনী পদক্ষেপ নেয়া হবে।

যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে একাধিক টহল টিম পাঠানো হয়েছে। বিএনপি কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সাথে কথা বলেছি।

 

আমরা পুরো পরিস্থিতিই পর্যবেক্ষণ করছি। তাছাড়া যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রাখা হয়েছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com