যশোরে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ রাসেল (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রাসেল সদর উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
রাসেলের প্রতিরেশীরা জানান, সে দুপুরের দিকে বৈদ্যুতিক মেশিনে গরুর খাবার (ঘাস) কাঁটছিলেন। এসময় হঠাৎই তার ছিড়ে মেশিনে বিদ্যুৎ ছড়িযে যায়। একপর্যায়ে রাসেল স্পৃষ্ট হয়ে পয়ে যায়। আমরা দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে আসি। আসার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেন, রাসেলকে হাসপাতালে নিয়ে আসার ইসিজিকরা হয়। তাকে হাসপাতালে রিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।