যশোরে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করলো জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আরিফুল ইসলাম রিয়াদ। রোববার (১লা আগস্ট) শহরের মনিহার চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
শোকাবহ আগস্টে কেন্দ্রীয় যুবলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে এই উদ্যোগ গ্রহণ করেছে যশোর জেলা শাখা। এছাড়া শোকের মাসজুড়ে আরো বিভিন্ন কর্মসূচী পালন করবেন তারা। প্রথম দিনে করোনা সংক্রমন রোধে মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহারে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। তাছাড়া অনেকে মাস্ক বা স্যানিটাইজার কিনতে পারেনা ও মাস্ক আনতে ভুলে যান তার এখান থেকে সংগ্রহ করবেন।
করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন, সাবেক ছাত্রনেতা বিপ্লব দত্ত সাগর, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাব্বির রহমান লিমন, জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমন হোসেন, সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ, যুবলীগ নেতা সালাউদ্দিন আল মামুন, লাক্কু বিশ্বাস, জেলা হিন্দু যুব মহাজোটের যুগ্ম আহবায়ক বিপ্লব অধিকারী প্রমুখ।