যশোরে বৃহস্পতিবার করোনার সর্বশেষ ফলাফলে ৪৮০ জনের নমুনায় ১০৮ জন শনাক্ত হয়েছেন। মোট শনাক্ত সংখ্যা ১৬ হাজার ৮৪৩ জন। একই দিনে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৬৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন দশ হাজার ১১২ জন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন জানান, শনিবার রেড জোনে অবস্থান করছেন ১৪৭ জন করোনা রোগী। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২৩ জন। বিদায় নিয়েছেন ২২ জন।
এই ওয়ার্ডে ২৪ ঘন্টায় নয়জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, যশোর সদরের রায়পাড়া এলাকার মৃত মকবুল হোসেনের স্ত্রী হাজেরা (৬০), রঘুনাথপুর গ্রামের সামছুদ্দিনের ছেলে মুতাহার (৭০), বাজে দূর্গাপুর গ্রামের খালেকের স্ত্রী জামেলা বেগম (৬০), বাঘারপাড়া উপজেলার ভিটাবল্যা গ্রামের সুলতানের স্ত্রী মোমেনা বেগম (৭০), চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের মোহাতাবের ছেলে আলাউদ্দিন (৬৫), সৈয়দপুর গ্রামের কলিমউদ্দিনের ছেলে বজলুর রহমান (৭০), ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আহমেদ দফাদারের ছেলে জুরন দফাদার (৭৫), ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামের আমীর আলীর ছেলে সুমন (২৬) ও কালীগঞ্জ উপজেলার সদর আলীর ছেলে ইয়াহিয়া (৬০)।
ইয়োলো জোনে অবস্থান করছেন ৫৪ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২৮ জন। বিদায় নিয়েছেন ১৬ জন। এর মধ্যে ওয়ার্ডে ২৪ ঘন্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, যশোর সদরের চাঁচড়া এলাকার রশিদুর রহমানের ছেলে কাজী ওহিদুর (৬১), ষষ্টিতলা এলাকার মৃত দাউদ হোসেনের স্ত্রী আমেন (৭০), মাগুরার শালিখা উপজেলার আড়–য়া কান্দি গ্রামের সামসুল্যা পটোয়ারির ছেলে নুরুল ইসলাম (৬৫), যশোরের বাঘারপাড়া উপজেলার ধুপখালি গ্রামের ইসরাইল বিশ্বাসের ছেলে আবুল হোসেন (৯০) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার মৃত ইসহাকের স্ত্রী মনোয়ারা (৬০)।
এছাড়া উপজেলা হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন অফিসের মেডিকেল আফিসার ডা. রেহেনেওয়াজ রনি জানান, শনিবার আমাদের কাছে আসা ফলাফলে গত ২৪ ঘন্টায় জেলায় ৪৮০ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জন করোনা শনাক্ত হয়েছে। নমুনাগুলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জিনোম সেন্টারে পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১৬ হাজার ৮৪৩ জন। মোট মৃত্যু সংখ্যা ২৬৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন দশ হাজার ১১২ জন। আজ হাসপাতালে চিকিৎসাধিন আছে ১৪৭ জন। ২৪ ঘন্টায় শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় ৭০ জন, ঝিকরগাছায় দশজন, অভয়নগরে তিনজন, মনিরামপুর ছয়জন, বাঘারপাড়ায় একজন, শার্শায় আটজন, চৌগাছায় দশজন।