ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুল ইসলাম অন্তর(৪৩) আর নেই।
তিনি আজ সোমবার(১৪ জুন) ভোর ৪টা ৪৫মিনিটে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
তিনি ১৯৯৪ সালে বাংলাদেশ ছাত্রলীগে যোগদানের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের শুরু। গৌরীপুর সরকারি কলেজে অধ্যয়নকালীন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০০১ সালে গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। তিনি অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মরহুমের প্রথম জানাযা সরকারি কলেজ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মো. আব্দুল মুন্নাফ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক ছাত্রলীগের সভাপতি ইকরাম হোসেন মামুন, গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন, সাবেক কলেজ ছাত্রলীগের আহবায়ক সাদেকুর রহমান সেলিম, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহীন ও মতিউর রহমান মজনু এবং ময়মনসিংহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের পক্ষ থেকে জানাযায় অংশগ্রহণকারী সকলের কাছে ক্ষমা প্রার্থনা ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
লংকাখোলা হাই স্কুল মাঠে বেলা ২টা ৩০মিনিটে মরহুমের ২য় জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।